শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত নিতে দুই শতাধিক বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পাঠদানের অনুমতির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরমপূরণে নির্দেশনা উপেক্ষা করে চারগুণেরও বেশি ফি'র আদায়ের অভিযোগ উঠেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধিভুক্ত বেশ কয়েকটি মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ সংক্রান্ত ১৫টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকেরা। মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির নেতারা সব বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছেন। এই দাবিতে আগামী ২২ এপ্রিল সংগঠনের পক্ষ থেকে ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস